News update
  • St Martin’s reopens, but no ships sail as overnight stays banned     |     
  • Chief Adviser directs armed forces to prepare for election security     |     
  • After rain ‘Moderate’ air quality recorded in Dhaka on Sunday     |     
  • Dealers blamed for artificial fertiliser shortage in Rangpur     |     
  • At Least 50 Dead as Caribbean Recovers from Hurricane Melissa     |     

নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই: গণশিক্ষা উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক বইপত্র 2025-11-02, 6:13pm

0ce25be721f3cc9b7b2b53f340fcd69be67b677b3bf70950-7bfd1efbacdf58e48224b76e03772b061762085584.jpg




প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে। সেভাবে কাজ চলছে। নির্বাচনের জন্য বই বিতরণে কোনো সমস্যা হবে না। নির্বাচনের আগে তাদের হাতে পৌঁছে যাবে নতুন বই।’

রোববার (২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণশিক্ষা উপদেষ্টা।

তিনি বলেন, ‘এখন উপজেলা ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে এতে শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন। মুখস্থ বিদ্যা কোনো বিদ্যা নয়। প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে নম্বর পাওয়া সার্টিফিকেট পাওয়া প্রকৃত শিক্ষা নয়। শিশুদের মুখস্থ বিদ্যা থেকে বের করে নিয়ে আসতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে বিশ্ববিদ্যালয় বুয়েটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারছেন না।’

এ সময় সেমিনারে কৃতিশিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন উপদেষ্টা। জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সব অধিদফতরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।