News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

রাত ৯টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড় বইতে পারে 

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-05-18, 7:02pm

img_20250518_190040-2e145905908651ce8f50190df78804261747573343.jpg




ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, জামালপুর, শেরপুর ও মৌলভীবাজার জেলার কিছু স্থানে রাত ৯টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এদিকে, সোমবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আরটিভি