News update
  • Dhaka air unhealthy for sensitive groups Saturday morning     |     
  • North Korea conducts a test on 'super-large warhead': KCNA     |     
  • 'Bombing' hits Iraq military base: security sources     |     
  • G7 countries for promoting Free, Open Indo-Pacific     |     
  • Create conditions for Rohingya Repatriation: G7 countries     |     

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক খোলা শনিবার

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2022-05-28, 8:12am

resize-350x230x0x0-image-178897-1653674037-5cea9bad1c35d777fea96ebc4e42f2e01653703920.jpg




হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা শনিবার (২৮ মে) খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার (২৭ মে) রা‌তে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান প্রধান শাখা জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৮ মে পূর্ণ দিবস খোলা রাখার নি‌র্দেশ দেওয়া হ‌লো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।