News update
  • Syria crisis intensifies in shadow of Gaza war     |     
  • Heatwave killing 1 lakh chickens a day in BD: Poultry Assoc     |     
  • More than 100 inmates escape from Nigerian prison     |     
  • Economic Reporters demand withdrawal of ban on entry to BB      |     
  • 155 killed in Tanzania as heavy rains cause floods, landslides: PM     |     

বায়ুদূষণ বিরোধী বিশেষ অভিযান : ২৬ যানবাহন ও ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

গ্রীণওয়াচ ডেস্ক বায়ু 2023-02-01, 10:32pm

resize-350x230x0x0-image-210047-1675256529-f7349d4ea965984946cc57213760fbbb1675269141.jpg




বায়ুদূষণ রোধে সরকার ঘোষিত বিশেষ অভিযানের প্রথম দিনে ঢাকা ও আশপাশের ৫ জায়গায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ অভিযানে পরিবেশ দূষণের অভিযোগে ২৬টি যানবাহনকে ৮৫ হাজার টাকা ও ১০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলার সাভার, মানিকমিয়া এভিনিউ, খিলক্ষেত, আফতাবনগর এবং গাজীপুর জেলার বাইপাস এক্সপ্রেসওয়ে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ অভিযানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ও বিআরটি মহাসড়ক নির্মাণকারী দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা, সাভারে আটটি যানবাহনকে ২১ হাজার টাকা, খিলক্ষেতে সাতটি যানবাহনকে ৩৫ হাজার টাকা ও নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রাখায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, আফতাবনগরে একই অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মানিকমিয়া এভিনিউ এলাকায় ১১টি যানবাহনকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।