News update
  • Retaliatory spiral in Middle East must end, says UN chief      |     
  • Rakhine State once again becomes a battleground: UN HR Chief      |     
  • No political case filed against BNP men: PM Hasina     |     
  • Iran fires at attack drones near Isfahan air base, nuke site     |     
  • Chuadanga logs season’s highest temp in BD for 4th day     |     

মঙ্কিপক্স টিকা নিশ্চিত করে নিতে পশ্চিমের বিভিন্ন দেশের ব্যস্ততা

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-05-27, 8:04am

20220526_09_1118814_l-b28c2ad7a4c67819b4139a8ba0002b3a1653617098.jpg




বিশ্ব জুড়ে সংক্রমণের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাওয়ায় পশ্চিমের বিভিন্ন দেশ এখন মঙ্কিপক্সের টিকা সংগ্রহে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।

রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ইউরোপীয় কেন্দ্র বলছে, ইউরোপীয় ইউনিয়নের ১২টি দেশ বুধবার ১১৮টি ঘটনা নিশ্চিত করেছে।

সংক্রমণ বৃদ্ধি পেতে থাকা ব্রিটেন ৭৮টি ঘটনা নিশ্চিত করে। অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রও সংক্রমণের খবর দিয়েছে।

৫১টি সংক্রমণ নিশ্চিত হওয়া দেশ স্পেনে স্বাস্থ্য মন্ত্রী ক্যারোলিনা দারিয়াস বলেছেন, তার দেশ ডেনমার্কের একটি ওষুধ কোম্পানির কাছ থেকে মঙ্কিপক্সের বেলাতেও কার্যকর গুটি বসন্ত টিকার সরবরাহ কিনছে।

কি পরিমাণ ডোজ কেনা হচ্ছে দারিয়াস সেই সংখ্যার উল্লেখ করেন নি। তিনি বলেছেন দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে আনুপাতিক ভিত্তিতে সেইসব ডোজ বিতরণ করা হবে।

জার্মানির সরকার সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার বেলায় প্রস্তুতি নিয়ে রাখার জন্য ৪০ হাজার ডোজ গুটি বসন্ত টিকার ক্রয় আদেশ দিয়েছে।

ব্রিটিশ সরকার রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা লোকজন এবং চিকিৎসা কর্মীদের জন্য টিকা পাওয়ার ব্যবস্থা করে দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্র মে মাসের ১৮ তারিখ পর্যন্ত একজন রোগী নিশ্চিত করে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলেছে, মঙ্কিপক্সের ঘটনার বেলায় প্রয়োজন দেখা দিলে ব্যবহার করার জন্য জাতীয় মজুত থেকে টিকার ডোজ ছেড়ে দেয়ার প্রক্রিয়া কেন্দ্র চালিয়ে এসেছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।